শারদীয় আবেশে মনের বিকাশে রাখ না সব দূরে ঠেলে;
শক্ত পোক্ত মনের গাথুনি,চুরমার করে কবে দিবি ফেলে?
মানে - অভিমানে,মন কি জানে,সবি গিয়েছিস তুই ভুলে;
পথের ধারে বিনিদ্র বসতের জন্ম নয় কি ওর মনুষ্য কূলে ?
পাংশু মুখটাতে, ফুল ফোঁটাতে, কোথায় আছে তিনি, বলি
মালী হয়ে জল ফুল দিস,পড়ে আছে ওরা তোর অলিগলি
জাঁক জমকের এই আসরে, তোরি বাসরে, কতো কি বাহার !
এধারে জল ধারা, ওধারে ভাঙা গড়া,জোটেনা তো আহার |
একই মায়ের সন্তান ,তার সাথে ব্যবধান,এটা কি মা চায়?
বিদায়ের দিনে মায়ের মুখে কেন কালো মেঘে ভরে যায় !
যেতে যেতে মা কেঁদে বুক ভাসায় ,--সে জলে হয় জলাধার
দুঃখ-জড়া- ব্যাধি আসে কেন ,- বুঝি নাই আজো অপার ।
মায়ের অস্রুগলা জল মস্তকে নিয়ে,- শান্তির আশা করি ;
মায়ের বুকে স্বস্তি ফেরাতে, চলো সবে চলো উদ্ধারে মরি |
বাবুল আচার্যী 09/10/2019