(অষ্টক )
হে বীর, অর্জুন তুমি নর শিরোমণি !
হে অব্যর্থ ধনুর্ধর উজ্জ্বল কৌন্তেয় !
পার্থ, ধনঞ্জয় দোঁহে পাণ্ডব তৃতীয় ;
সব্যসাচী,শব্দভেদী, বিজয় ফাল্গুনি ।
ইন্দ্রের ঔরস জাত পুত্র লভে, কুন্তী ,
দ্রোনাচার্য্য প্রিয় শিষ্য একনিষ্ঠ মন ;
বিদিত কনিষ্ঠ ভ্রাতা নর- নারায়ণ ।
চক্রমধ্য-মৎস্য বিদ্ধ করিলে যেমনি,
(ষটক )
গুরু ব্রহ্ম গীতা বাণী সকল আচার;
যুগ- স্রষ্টা কৃষ্ণ- সখা সুহৃদ লভিলে ।
ভক্তি, ধর্ম, জ্ঞান, কর্ম সব পুণ্য দ্বার,
ভক্তিই শক্তির মূল জীবনে শেখালে ।
শৌর্যবীর্যে নর শ্রেষ্ঠ যুগ-বাহ-ধারা ;
নরোত্তমে ধ্রুবতারা হৃদয়- কমলে ।
বাবুল আচার্যী 25/12/2017