অঞ্জনা, তোমার নামটাই যথেষ্ট
আমার বুকটাকে মোচড় দেবার জন্য ।
তোমার কোমল অনুভূতির জলে_
যে কমল দল ফুটে ;
তা নিজের মনে ফোটাতে চাই ।
সেই কমলের রঙ মাখা পাঁপড়ি আমার চোখের পাতায়_
বড়ো আদরে বসাতে চাই ।
একবার এই দুর্লভ জীবনের রঙে তার রঙ ঢেলে দিতে চাই ।
যে সমাজের পাতা খসখসে, রুক্ষ, আগুন জ্বলে অকারণে তার ভাষা ও সুর বদলাতে চাই ।
শুধু মাত্র ত থেকে তুমি ও তোমার মধ্যে আবদ্ধ না থেকে তোমার শিখার তেজসে আরো দীপ জ্বালাতে চাই ।
আমি সহজিয়া গান মনে প্রাণে ভরতে চাই ,
কথাকলি অন্য প্রাণে ভরতে চাই ।
তোমার সৃষ্টির সৃষ্টি তথ্যের উপাদান_
এ পৃথিবীকে জানাতে চাই ।
তোমার আড়ালে সুপ্ত আগুনের আঁচে
মন প্রাণ সেঁকে নিতে চাই ।
পাহাড়ের উঁচু মালভূমিতে বসে তোমার জন্য ভাবতে চাই ।
তোমার ভালোবাসার খনিজ সম্পদ_
একবার হলেও তুলে দেখতে চাই ।
তোমার ভালোবাসার জলে সাঁতার কেটে_
দেহ ও মন পবিত্র করতে চাই ।
অঞ্জনা ......একবার হলেও এ জীবনে ডুবুরি হতে দাও।
তাই এই ডুবুরিকে তোমার বড়ো প্রয়োজন,
বড়ো প্রয়োজন অঞ্জনা ।
বাবুল আচার্যী 23/07/2019