অজানার টানে, অজানার স্রোতে _
চেয়েছিল মন কত কিছু ;
ভাসতে ভাসতে এমন আমার ,
জানিনা নিল কেন তোমার পিছু !
জানিনা কেন মনে হল দিগন্তে ,
আকাশটা কেন হল বিলীন ?
আমার কাছে মনে হল যেন,
মনে মন মিলে হল যে রঙীন।
বিয়ের আসরে এসেছিলে তুমি_
মনে হয়েছিল তুমিই আকাশ!
দিগন্তের সাথে মিশে যেতে বাকি ;
বইবে দুকুলে শীতল বাতাস।
পারে বসে থেকে বলেছিলে তুমি ,
নামো তুমি বিশ বাঁও জলে ,
বুঝতে পারিনি আমি আকাশ পটে,
স্বেদে লেখা চিঠি যাবে বিফলে ।
শঙ্কা জাগেনি কভু, তোমার আশে ,
ঝলমল চোখে দিনের আসরে ;
দিন চলে গেলে নিশির সাথী হয়ে,
বেহেরা আসবে তোমার বাসরে ।
বাবুল আচার্যী 09/02/2020