সমুদ্র গভীর ! আস্থা আরো প্রগাঢ় ,সুগভীর !
তোমার গভীরে আস্থার বাস,সে বড়ো সুদৃঢ় ।
আস্হার জল বয়,জনমানসে, গভীর হৃদয়ে;
বুকে বহে চলে যায় তার ও এই ধরার মৃন্ময়ে,
সুশীতল স্নিগ্ধ বাতাসে, নিশ্বাসে আর প্রশ্বাসে ,
কোমল হাল্কা অনুভূতিতে ও মনের বিশ্বাসে।
এই বিশ্ব চড়াচড় বটবৃক্ষ ছত্রছায়ায় বিশ্বাসী...
পর্বতের পাদমূলে শিলা রয় যেমন রাশিরাশি।
অনুগত মন স্নেহ ঘন ধূপছায়া বড় ভালবাসে;
হৃদয়ের কথা মনোরথে বসে মুখে চলে আসে ।
নিশির কুঁরি আলোর আবেশে ডানা মেলে ধরে,
সূর্যকরোজ্বলে কুসুমে র হাসি ঝড়ে ঝড়ে পড়ে ।
তোমায় দেখে বিশ্বাস আমার আরো জাগ্রত হয়;
সূর্য উদয়ে, অন্ধ গলি পথ চোখ বুজে থাকার নয় ।
তোমার সব ঢেউয়ে আজ আকাশের ছায়া পড়ে...
রবি ও তায় চোখ মেলে তাকায় শত ক্রোশ দূরে ।
নীলিমাকে জল- বুকে নিয়ে চলার মত হৃদয়ঙ্গম ;
হৃদয়ের বুকে অন্য হৃদয় ফোটে -ত্রিবেণীর সঙ্গম।
নীলাম্বরী চিত্রপট চাদরে আসমুদ্র ঢেকে রেখে _
নিজের রঙ, রূপ, জল- আয়নায়, বারবার দেখে।
কখনো বিমর্ষের চাহনি কালো মেঘে ধরা পড়ে;
রাগে অনুরাগে, স্হলে জলভাগে যেন বৃষ্টি ঝরে ।
এ ত নয় শুধু দেওয়া -নেওয়ার মত শক্ত বিধান!
যার মধ্যে থাকে অজস্র চ্যুতি -বিচ্যুতির আখ্যান;
এই ভালোবাসা চন্দন চর্চিত সুগন্ধি ভরা সুবাস,
চতুর্পাশে ছড়িয়ে দেয় যাহা অস্তিত্বের আশ্বাস ।
বিশ্বাসের হৃদয়ে জাগে ভালোবাসা, সুর ও গান ;
যুগবাহী বন্ধন সৃজনের- এ হল অটুট সংবিধান ।
জলধিকে জড়ানো গগনের সীমানা বা কতটুকু;
মনে হয় , ঐ অদূরের সীমান্তে দৃষ্টি যায় যতটুকু ।
উঁচু উঁচু ঢেউগুলো ক্ষীণ থেকে লীন হয়ে গেছে;
মনে হয়, ঐ আকাশের সীমানা সেথায় মিলেছে ।
ঢেউ তুমি হেলেঢুলে যতবার গেছ সম্মুখে এগিয়ে;
নীলিমার থেকে ততবার গেছ অনেক যে পিছিয়ে।
বিশাল ঢেউয়ের মত তুমি আমাদের জননেতা ।
এ দেশের সকল মাটির মানুষের ভাগ্যবিধাতা,
ভারতের গগনচুম্বী গৌরব ;
তোমার কর্মযোগে ফুটেছে যে ফুল হৃদয়ের মাঝে , প্রতিঘরে....
সে ফুল হৃদয়ে হৃদয়ে ছড়িয়েছে সৌরভ।
সূর্যের আলোতে যেমন অন্ধকার জ্বরে;
পৃথিবী সেরে ওঠে আলোর খুঁটির ভরে ,
এ বিশ্বজুড়ে, নিত্য ধারায় বহে চলে যায় _
জীবনের কালো সাদা রঙ তাতে দেখায়।
শোষিত মানুষ পেয়েছে যেন আলোর বর্তিকা!
তোমার আগুনে জ্বালিয়েছে সবার দ্বীপ শিখা ।
অহমিকা দল সব, আজ এক জোট একাকার ;
ভেঙে চৌচির দশকের গড়া স্তম্ভ ও অহংকার।
দীন হীন জনগণ আজ মিলে হয়েছে স্বোচ্চার,
বাহিরে ভেতরে শুধু তোমাদেরি জয় জয়কার ।
ফকিরের পাশে ছিল সীমাহীন আকাশের মত;
ঐক্যের কাছে পাথুরে সব হৃদয় হয়েছে পদানত ।
জনগণ আজ একি সুর ধরে গাহে সাম্যের গান ;
চোরাবালি সব ঢেকে গেছে হবে গরীবের কল্যাণ।
ভোটের পরবে থাকে নাই কেহ দরজায় দিয়ে খিল ;
পথে ঘাটে তাই উথলে পড়েছে বিজয়ের এ মিছিল।
বাবুল আচার্যী 27/05/2019