তোমার কেন ভাই সব দেশেতে ঘাঁটি
তুমি কেন ভাই ঘোরাও শুধু লাঠি?
তুমি কেন ভাই সব ঘটনায়
মিছে মিছি নারাও কলকাঠি?
তুমি কি নও এক ভন্ড
এক হাতে শোষণ দন্ড?
অন্য হাতে লঙ্কা কান্ড
তবু পাওনা কেন দন্ড?
তুমি নিজে নিজে সাজো মহারাজা
প্রজার জীবন কর ভাজা ভাজা।
আসলেই তুমি ভন্ড রাজা
অপেক্ষা কর পাবে তুমি সাজা।