করোনা
তুমি ছুঁইওনা, ছুঁইওনা
তুমি ছুঁইয়ে দিলে হবে
জীবনের  শেষ।
দোহাই তুমি চলে যাও
তোমার আপন দেশ।
করোনা
তুমি ছুঁইওনা ছুঁইওনা।।

কত প্রাণ ঝরে যায়
বলো কার ইশারায়?
মানুষ তো বোঝেনা
ঈমান হারায়।
করোনা
তুমি ছুঁইওনা ছুঁইওনা।।

ক্ষুধায় কাতর শিশু
পায়না অন্ন।
হীনতায়, দীনতায়
আজ সে ঘৃণ্য।
করোনা
তুমি ছুঁইওনা ছুঁইওনা।।

বেদনার দংশনে
হেদায়েত নাই মনে।
মানুষ তো বোঝেনা
হয়েছে পাষাণ খুনে।
করোনা
তুমি ছুঁইওনা ছঁইওনা।।

গুণে গুণে হয়রান
আর কত নিবে প্রাণ।
আর কত গাই বলো
ব্যথা,বেদনার গান।
করোনা
তুমি ছুঁইওনা ছুঁইওনা।।

মাস ঘুরে বছর গেল
আবারও বছর এলো।
বেকার বেকুব হলো
তোমারি জয় হলো।
করোনা
তুমি ছুঁইওনা  ছুঁইওনা।।

বন্দী জীবন দিলে
দিলেনা তো অন্ন।
চাকরিটা কেড়ে নিলে
করে দিলে শূন্য।
করোনা
তুমি ছুঁইওনা ছুঁইওনা।।

এলো মাহে রমজান
চলে কত অভিযান।
নিরন্ন মানুষেরে
দেয়না তো কেউ ত্রান।
করোনা
তুমি ছুঁইওনা ছুঁইওনা।।

বারোমাস পথে বাস
করো তার সর্বনাশ।
আড়ালে কাঁদে কত
বি,এ এম, এ পাশ।
করোনা
তুমি ছুঁইওনা ছুঁইওনা।।

এইটুকু অনুরোধ
নিওনা প্রতিশোধ।
খোদাকে বলি তুমি
করো সব প্রতিরোধ।


মানুষকে বলি তুমি
হওরে মানুষ।
ফিরবে কবে আর
চেতনার হুঁশ?
করোনা তুমি ছুঁইওনা ছুঁইওনা।।


রচনাকাল ঃ ১৪.০৪.২০২১ ইং ঢাকা।