তবু আমি গান গেয়ে যাই
(রনি ই রানী)


ভাবিনি এই জীবনে কলংক দিবে মনে
সারাজীবন কাঁদতে হবে অঝর নয়নে
তবু আমি গান গেয়ে যাই
ওগো প্রিয় তোমার স্মরণে।।

এই কী ছিল তোমার মনে
দুঃখ দিবে গুণে গুণে।
জীবন দিয়েও বুঝলামনারে
ভালবাসার মানে
তবুও পোড়া মন এ ছোটে তোমার পানে।।

যেমন করে বলতে পারো তোমায় ভালবাসি
ভুলে গেলে তেমন করে দিয়ে গলায় ফাঁসি।
আমার গলায় কলংকের দড়ি
করলে বিয়ে তাড়াতাড়ি
তুমি ভাবলেনা জীবনে।

জীবনের দশটি বছর ভুলে গিয়ে গড়লে বাসর
সে বাসরে হলো তোমার অন্য কেউ দোসর।
তুমি এমন নিঠুর, পাষাণ
বুকের জমিন করলে শশ্মান
পোড়ালে আগুনে।

রচনাকাল ঃ ২১/০৭/২০২১ ইং