কবি নির্মলেন্দু গুণের কবিতা পড়ে লেখা
ছোরার জাত
(রনি ই রানী)
ছোরার নাইরে জাত দেখায়না অজুহাত
তার ধারে রক্ত ঝরে করে কুঁপোকাত।
মানুষের স্বভাবে টাকারই প্রভাবে
জানিনা এ জগতে আর কি ভালো হবে?
ছোরার মতই পড়েছে সবাই চোরারই নজরে
উদ্ধার কর মাবূদ তুমি বলছি করজোড়ে।
সোনার দেশের মানুষ যেন জং ধরানো টিন
সাপ হয়ে দংশন করে, সাপুড়ে সেজে বাজায় বীণ।
বল সুধাই কারে
নিরীহের চোখে সদা অশ্রু ঝরে।
কপট পায় কৃতজ্ঞতা সজ্জন যায় মরে
আহা কী স্বাধীনতা! দীনতা চারিধারে।
চোরে চোরে কড়ে কড়ে করে কেবল চুরি
বেকার বেকুব হয় ডাকে বুড়ো-বুড়ী।
রচনাকাল ঃ ২৬/০৬/২০২১ ইং