রাত গিয়ে দিন আসে মাসের পরে মাস
ফিরে ফিরে আসে দ্বারে ঐ শোকের কালো ইতিহাস।
হায়েনার কারাগারে গেল যিনি বারে বারে
লোভের টানে হয়নিকো হায়েনার দাস।
অতি উন্নত শির তাঁর তুলনায় আছে শুধু হিমালয়
স্বাধীনতা বাঙালির স্বাধীনতা ইতিহাস যার কথা কয়।
বাঙালি কোনকালে হবে না উন্নত
পিতার রক্তে বঙ্গভূমি করেছে ক্ষতবিক্ষত।
এদেশ হতে পারে পৃথিবীর উন্নত দেশ
পিতা ছাড়া আসবেনা গৈরিক বেশ।
যার তর্জনী উঁচু করে উন্নত শির ধরে এলো স্বাধীনতা
বাংলার বুকে জ্বেলেছে বাঙালি অনন্ত এক চিতা।
নিজ হাতেই করেছে খুন নিজ জাতির পিতা
বাঙালির কী আশ্চর্য ভ্রান্তিবিলাস!
পিতার রক্তের গড়ে কালো ইতিহাস।
এ বিষাদ সিন্ধু পাড় হওয়া নয় জানি সোজা
নয়ন জলে নাহিয়া তাই শোকে শক্তি খোঁজা।
রচনাকাল ঃ ১৪/০৮/২০২২ ইং রাতঃ ৯:০০ ঘটিকা।