স্বদেশে আমার শকুনের চোখ পড়েছে
তাই তো এ অভাগার কপাল পুড়েছে।
প্রথম শ্রেণী থেকে এম এ পাশ করা অবধি
যত গুলো কালো অক্ষর আমি পড়েছি,
তারা হররোজ অভিশাপ দেয় নিরবধি।
এ যেন গর্জে উঠা আমার দুখিনী বর্ণমালা
আমাকে বুঝাতে চায় এম,এ পাশ দিয়ে কাম নেই এদেশে
রক্তক্ষয়ী কালো অক্ষর আমার হৃদয়ের রক্তক্ষরণ বুঝতে পারে
শুধু বুঝতে পারেনা স্বদেশের বুকে গড়ে ওঠা স্বদেশী শকুন।
আমার দুখিনী বর্ণমালা নীরবে শাসিয়ে যায়, তুই কেন করেছিস এম, এ পাশ?
তুই ছিড়ে ফেল নয়তবা ছুড়ে মার ঐ শকুনের চোখ, মুখে।
কী হবে তোর ঐ মিথ্যে সার্টিফিকেট দিয়ে?
আমিও নীরবে শুনি আমার বর্ণমালার কথা।
বর্ণমালার ধিক্কার শুনে চিৎকার করে বলতে ইচ্ছে করে
হে শকুন তুই শোন
কয়জন অশিক্ষিত মানুষ বেকার আছে?
লক্ষ্য কর লক্ষ শিক্ষিত বেকার ভিখিরির বেশে ঘোরে।
তোর সার্টিফিকেটের (এন টি আর সি) আমি নিকুচি করি
শালা শকুন তোর ঐ সার্টিফিকেট এক একটা ফাঁসির দড়ি
তোর কারণে আজ আমরা ফাঁসিতে ঝুলে আছি।
রচনার পটভূমি ঃ( এন টি আর সি) এর অনিয়মকে কেন্দ্র করে রচনা।