সব বাঁধা ঠেলে চল
সামনে এগিয়ে যাই,
শোন রে বোন - ভাই
বুক পাঁজরে অগ্নি তুফান চাই।
সব জানোয়ার থাক হুঁশিয়ার
খুলেছি আজ বন্ধ দুয়ার।
আগল খুলে বিভেদ ভুলে
গড়ব ধরা সবাই মিলে,
চল সামনে চল
ঊর্ধ্বে পানে যেতে হবে
রাখিস মনে বল।
হীন প্রতিপন্ন হয়ে
অপমানের জ্বালা সয়ে
আর চলবি কতকাল?
হানা মারে হায়েনা, শুয়ার
খুলেছে ওরা নরক দুয়ার
ঝরায় রুধির ঢল।
টান করে ঐ বুকের ছাতি
দল বেঁধে আয় দিবারাত্রি
হিম্মত হেঁকে চল।
তরুণ তমাল তুফান তোল
হিন্দোলা হিন্দোল।
সাম্যবাদের সমরে আজ
মুক্তির আওয়াজ তোল।
পথের বাঁকে ধুঁকে ধুঁকে
মরবি কতকাল?
দুনিয়া জুড়ে শোষিত আজ
মানুষ নয় অঘোষিত কংকাল।
সভ্যতার সংকটে
তৃষ্ণায় আজ বুক ফাটে।
তরুণ হও তেজস্বী সূর্য।
ছাই করে দাও অশুভ ঐশ্বর্য।
পৃথিবীর প্রান্তরে
সব মানুষের অন্তরে
ছেয়ে যাক সাম্যবাদ
পৃথিবী সবার সমান সমান
আসুক বিধাতার আশীর্বাদ।
রচনাকাল ঃ ০৮/০৫/২০২২ ইং