লক্ষ্য থাক বক্ষ মাঝে যাবে অনেক দূরে
সাফল্যের শোভার মুকুট পড়বে উঁচু শিরে।
আপন ভুবন গড়বে তুমি স্বপ্নের সাত রংয়ে
বল তুমি কম কীসে অন্য সবার চেয়ে?
কুজনের কুমন্ত্রণায় সুন্দর স্বপ্ন ছেড়ে
চলছো কোথায় ওগো তরুণ আজকে কুপথ ধরে?
কষ্ট করে বাবা,মায়ে নষ্ট হলে তুমি
পতিত পড়ে রবে তবে তব হৃদয় ভূমি।
যেজন তোমায় পড়ার সময় নানান কথা বলে
পড়া থেকে সড়াতে চায় কুমন্ত্রণার ছলে।
সেজন তোমার বন্ধু হলেও শত্রু বলে জেনো
পিতা,মাতা,গুরুজনকে আপন বলে মেনো।
পাঠের বেলা করলে হেলা জীবন হবে মিছে
কুজনের কুমন্ত্রণায় কাঁদতে হবে শেষে।
রচনাকালঃ ২৮/০৬/২০২২ ইং