ও মাটি, মাটি রে আমার
তুমি তো সহ্য কর সব অনাচার।।
মানুষ হতে কেউ করেনাতো পণ
অজান্তে ভেঙে দেয় সুন্দর মন।
তোমাতে চূর্ণ হবে সব অহংকার।
ও মাটি,মাটিরে আমার
তুমি তো সহ্য কর সব অনাচার।।
ও মাটি তুমিই খাঁটি দিয়েছো প্রমাণ
তোমাকে বলতে পারি মায়ের সমান।
মোমিন, কমিন করে তোমাতে বাস
বারোমাস তোমারি করে সর্বনাশ।
তুমিতো সহ্য কর সব অনাচার।
ও মাটি, মাটিরে আমার
তুমি তো সহ্য কর সব অনাচার।।
ভাবেনা মানুষ কেন হবে সে লাশ
অন্যের সম্পদ সে করে যায় গ্রাস।
মানুষ হয়ে করে শুধু ব্যবধান
ভাবেনা তাঁর একদিন হবে অবসান,
সবকিছুরই হবে সূক্ষ্ম বিচার
ও মাটি, মাটি রে আমার
তুমি তো সহ্য কর সব অনাচার।।
সবারই তো যেতে হবে আগে আর পরে
তোমার বুকের মাঝে ঐ আঁধার ঘরে।
মানুষ হয়ে করে মানুষেরে হেলা
কেউ তো বোঝেনা বিধির এ খেলা।
মিথ্যার মিছিলে চায় অধিকার।
ও মাটি, মাটি রে আমার
তুমি তো সহ্য কর সব অনাচার।।
দম ফোরালে যমের বাড়ী নয়রে বেশি দুর
মিছেমিছি চেঁচামেচি স্বপ্ন হবে চুর।
মাথায় কেন খেলে তোমার শুধু কুমন্ত্রণা?
সময় ফোরালে তোমার হবেনা সাধনা
সময় থাকতে তুমি হও রে হুঁশিয়ার।
ও মাটি, মাটি রে আমার
তুমি তো সহ্য কর সব অনাচার।।
রচনাকালঃ ৯/৪/২১ ইং ঢাকা। সকাল -৬.৩০ ঘটিকা।