সম্মুখে চল সম্মুখে চল, নবীন সেনাদল।
জাগলে তোরা জাগবে তবে এই ধরণীতল।
তোরা সূর্য, তোরা ঐশ্বর্য মনে রাখিস বল
রাখিস ধরে ধরণীতলে নিয়ম,কানুন, শৃঙ্খল।
অবুঝ আমার সবুজ মনে লাগাস নে আর মন্দ
সাহস নিয়ে সম্মুখে চল ঘুচিয়ে সকল দ্বন্দ্ব।
সবুজ প্রাণে স্বপ্ন ভরা ঝেড়ে ফেলো আলস্য,জড়া
ধ্বজা হাতে দলবেঁধে চল আনবি নতুন ধরা।
কান্তার,মরু সবখানে হোক নব নবীনের জয়
উর্দ্ধ,অধো তোদের দেখে ভয় পাবে নিশ্চয়।
করিস নে আর একটু দেরি
আয়রে ন্যায়ের ঝান্ডাধারী।
পায়ে পায়ে পিষে ফেলে ঝঞ্জার ঐ জিঞ্জির
নতুন ভোর আনতে হবে ডিঙিয়ে তিমির।
ডঙ্কার তালে দলে দলে আয় রে বেড়িয়ে
ডাকে আগামী দিকে দিকে দুই হাত বাড়িয়ে।
শঙ্কা কাটেনি ধরার বুকে তাই বাজেনা ডঙ্কা
কেউ খায় কোর্মা,পোলাও কেউ পায় না কাঁচা লঙ্কা।
এ শঙ্কা তোদের কে ঘোচাবে? সারে জাহান জুড়ে,
না জাগিলে নবীন ওরে পুঁজিবাদে যাবি মরে।
সাম্যবাদের সকল দুয়ার খুলবি তোরা আয়
সাম্যবাদের অমর সমর করবি বিশ্বময়।
রচনাকাল ঃ ২৩/১১/২০২১ ইং রংপুর।