মানুষ হয়ে জন্মেছি
রনি ই রানী

মানুষ হয়ে জন্মেছি
তবু মানুষ হতে পারিনি  যখন।
হায়রে সাধের মানবজীবন
ষোল আনা হয়না কেউ আপন।

পূণ্য প্রীতির স্নেহের বন্ধন
সব স্বার্থের বলিদান।
শূন্য সব শূন্য বলি
নাহি সুন্দরের প্রতিদান।

মানুষ হয়ে জন্মেছি
করি অসার হানাহানি।
ব্যর্থ হয়েছে বারবার
মোরা মানিনা আকাশ বাণী।

স্বার্থান্ধ সবাই মিলে
শান্তি খেয়েছে গিলে।
ফুলেল পৃথিবী যুদ্ধ খেলা
রক্ত গঙ্গা উঠেছে দুলে।

রচনাকাল ঃ ০১/০৮/২০২২ ইং