তোমার কাছে এসেছে তো কিয়ামতের ফরমান
হও হুঁশিয়ার যত মোমিন মুসলমান।
সেদিন অনেক মুখমণ্ডল হবে অবনত
হবে ক্লিষ্ট,ক্লান্ত আছে পাপী যত।
প্রবেশ করবে ওরা জ্বলন্ত আগুনে
মিটবেনা তৃষ্ণা অত্যুষ্ণ পানি পানে।
ওদের তরে শুধু রবে কাঁটা যুক্ত আহার
পুষ্ট করবেনা নিবৃত্তি করবেনা কোন ক্ষুধার।
বদনমন্ডল সেদিন হবে পুলকময়
আপনার কর্মসাফল্য পরিতৃপ্ত রয়।
চিরশান্তির ঐ মহা উদ্যানে
তারা শুনবেনা অসার বাক্য সেখানে।
আহা কী সুন্দর! বহমান প্রসবণ
রবে উন্নত মর্যাদা সম্পন্ন শয়ন।
বরে পান পাত্র সজ্জিত সারি সারি উপাধান
আরো রবে বিছানা ও গালিচা শোন হে মুসলমান।
ওরা কি করেনা লক্ষ্য উষ্ট্র কিভাবে হয়েছে সৃজন
কিভাবে আকাশ উর্ধ্বে হয়েছে স্থাপন?
ওয়া ইলাল জ্বিবা-লি কাইফা নুছিবাত
ওয়া ইলাল আরদ্বি কাইফা সুত্বিহ্বাত।
ফাযাক্কির; ইন্নামা আন্ তামুযাক্কির
লাসতা 'আলাইহিম বিমুছাইত্বির।
বিমুখ হবে ও কুফরি করবে যারা
পূত বিভুর প্রবল শাস্তি পাবে তারা।
হও হুঁশিয়ার হও হুঁশিয়ার
আছো যত মানুষ নশ্বর দুনিয়ার।
ইন্না ইলাইনা ইয়া- বাহুম
ছুম্মা ইন্না ' আলাইনা- হিসা-বাহুম।


রচনাকাল ঃ সূরা গা-শিয়াহ্ অবলম্বনে লেখা, ভুল ত্রুটি মার্জনীয়।আল্লাহর কাছে ক্ষমা চাইছি যদি অনিচ্ছাকৃত ভুলের জন্য।