তোর পায়ে ছেড়া জুতা
কাঁধে ভিক্ষার ঝুলি।
কিসের জন্য খেয়েছিলি
সেই একাত্তরে গুলি?
যুদ্ধ করেছিলি বাবা
স্বাধীন দেশের জন্য।
এখন কেন জোটেনা তোর
পেটের একমুঠো অন্ন?
কেন আজ নীরব কাঁদন
মুখটা ভীষণ মলিন?
কোথায় তোমার স্বাধীনতা
করলো কে বল বিলীন?
রক্ত দিয়ে শক্ত হাতে
শত্রু করে দমন।
কি আর পেলি স্বাধীন দেশে
জীবন কেন এমন?
প্রশ্নের পরে প্রশ্ন আসে
আসেনা তার জবাব।
কবে আর বিশুদ্ধ হবে
বাঙালির এই স্বভাব?
তোর বদন জুড়ে কেন বাবা
বিষন্নতার ছাপ?
কোমড় বেঁধে সমর করে
কি পেলি আজ বাপ?
সবাই করে সোনার দেশে
ফফর দালালী।
তুই শুধু বাপ যুদ্ধ করে
রইলি রে কাঙালী।
এখনও এ দেশে কত
ভূয়া মুক্তি যোদ্ধা।
টকশোর টক্করে
সাজে ভীষণ বোদ্ধা।
কেউ বা পেল রাজার রাজ্য
খুশিতে কেউ বাজায় বাদ্য।
তোর নামটা কিন্তু হয়নি লেখা
ইতিহাসে অদ্য।
রচনাকালঃ ০৮/০৬/২০২১ ইং নিজ বাড়ী।