জীর্ণতার জাল
রনি ই রানী
জীর্ণতার জাল বোনা তোমাদের শহরে
কতকিছুই ঘটে যায় প্রতিটি প্রহরে।
পরতে পরতে বদল হয় তোমাদের রং
রংমহলে দেখি সব অবাক করা ঢং।
কলমের খোঁচায় করে কত বাহাদুরি
এরকম শিক্ষিত আছে ভুরি ভুরি।
অসম্ভব অশিক্ষিত সম্ভব করে সব
সুশিক্ষিত,সুনাগরিক করে কেবল অনুভব।
তোমাদের গগনচুম্বী অট্রালিকার পরে
কতকিছুই লুকানো দেখ হিসাব করে।
থরেবিথরে মোড়ানো পরকিয়ার পাপ
জীবনে জমানো পাপের আনে অভিশাপ।
সুট,কোট, টাই পরা শোন বাবু সাপ
জীবনে চলার পথে কর কী হিসাব?
পাথরের শহরের পাষাণ প্রাচীর
নিরীহের অভিশাপে হবে চৌচির।
বদান্যতার আড়ালে লুকানো থাবা
তুমি জানো,বিধি জানে কেমন এ সেবা?
কালো কড়ির করতলে তোমাদের এ শহর
ইতিহাস করে যায় প্রতিটি প্রহর।
সাদা গোলাপ গুলো জীর্ণতায় ঢাকে
হাজারো গোলাপ কলুষিত তোমাদের ডাকে।
তোমাদের সাজানো এ পাথুরে সমাজ
সহসা কপালে ফেলে চিন্তার ভাঁজ।
এগিয়েছে দেশ আজ স্বাধীন স্বপ্ন লয়ে
তোমাদের শহরে নিরীহ চলে কেন ভয়ে?
কবে আর ঘুচবে বলো জীর্ণতার জাল
নীরবে নিরীহের তুলবে কত ছাল?
রচনাকালঃ ১৮/০৭/২০২২ ইং