যেদিন হবে তুমি লাশ
একা একা ঐ কবরে হবে বসবাস।
মিছে লড়াই মিছে বড়াই
কি আর তোমার হবে
ভালো মন্দের আমলনামা
ওই কবরে পাবে।।
মানুষ হয়ে মানুষেরে কষ্ট  দিলে মনে
ভালো মানুষ কয় না তারে সুন্দর এ ভুবনে।
মরো তুমি মানুষ হয়ে ভালোবাসো মানুষ
হারাম হালাল বেঁচে চলো খাইয়াোনা আর ঘুষ।।