হে তরুণ
রনি ই রানী
হে তরুণ সামনে এসে দাঁড়াও
মুক্তির চেতনায় তব হাত দুটো বাড়াও।
স্বদেশ জাগে দীপ্তি লয়ে তৃপ্তি আজি লও
ওগো তরুণ দুঃসাহসী তারুণ্যের গান গাও।
গ্রহ থেকে গ্রহান্তরে ছুটবে তুমি জানি
তবে কেন নভোতলে অসার হানাহানি?
জগতটা আজ হাতের মুঠোয় ওঠো তবে জেগে
তারুণ্যের শক্তি দিয়ে গভীর অনুরাগে।
পঁচা পুঁজিবাদ জগতটা আজ গিলছে
হতাশায় নিমজ্জিত লাশ কত মিলছে।
জগত জুড়ে তারুণ্যের গাইতে হবে গান
মানবতার মশাল জ্বেলে ধরবি তবে তান।
স্বদেশ ছেড়ে জগত জুড়ে চেতনা ছড়াও আজ
স্বদেশ জাগে স্বমহিমায় দেখাও কারুকাজ।
রক্ত গঙ্গা পেরিয়ে যেমন পেয়েছি স্বাধীনতা
মুক্ত হোক পৃথিবী জুড়ে বিশ্ব মানবতা।
রক্ত দিয়ে জীবন বাঁচায় সেই জীবন কেন ঝরে
অসার হানাহানি কেন এই অবনী পরে?
হে তরুণ জেগে ওঠো সারা জগত জুড়ে
মুক্তির চেতনায় বিশ্বাসী এসো তেড়েফুঁড়ে।
ক্ষুধা,দারিদ্র্য,দুর্দশা কেন এ বিশ্ব জুড়ে
মানুষ হয়ে মানুষেরে অবলীলায় কেন মারে?
যুদ্ধ যুদ্ধ খেলায় মেতেছে আজি যারা
বজ্র বিষাণ ভয়াল রুপ করেছে এ ধরা।
ঐ চাল বাজদের থামাতে হবে জেগে ওঠো হে তরুণ
পৃথিবীর অগ্রগতি,প্রশান্তি,করেছে ওরা খুন।
রচনাকাল ঃ ২৮/০৭/২০২২ ইং