স্বদেশের বুক চিরে
নদী বয়ে চলে ধীরে,
সে নদীও তোমার কথা কয়
তুমি তো রবে হাজার বছর পরে
এদেশে ছাড়িয়ে বিশ্বময়।।
সোনার তরীর মাঝি
ধরেছিলে বাজী।
ফাঁসিতে ঝুলতে রাজি
হয় শহীদ নয় গাজী,
তোমার কথা কী ভোলা যায়?
তোমার অদম্য মনোবল
বাংলার জনবল,
দিয়েছে জীবন বিলিয়ে
তোমার কথাতে মিলিয়ে
তুমিই তো দিয়েছিলে অভয়।।