বাঁদুড় আর পেঁচার মতো অকৃতজ্ঞ
মর্ত্যলোকের শর্ত ভেঙে স্বর্গ চাও?
তাহলে বিবেকবান, সৎ ধার্মিক
ওনারা কী নরক অনলে জ্বলবে?
শুধু শিক্ষার দিন শেষ হয়েছে
সুশিক্ষিত মানুষের অভাবে পৃথিবী
যেন হাবিয়া দোজখ হয়ে জ্বলছে।
নরকের কীটগুলো পৃথিবীর অগ্রগতিতে
অসারতার অগ্নি দিয়েছে, নীরব অশ্রু দান
দানবদের ধ্বংসযজ্ঞ চলছে এখন,
পরমসুখের তরে চরমভাবে পরমাণু
অস্ত্রের দানবীয় ব্যবহার,
সমুদ্রসীমানা অঞ্চল নিমজ্জিত পানিতে।
পরমায়ু গিয়েছে কমে,জমেছে
লড়াই দানব আর দানবে।
কেবল অশ্রু দান নিরীহ মানবে।
কবে থামবে সব জানা নেই,
শয়তানদের হায়া নেই, মায়া নেই।
এরা সবাই মিলে পরম বিশুদ্ধ সত্যকে
তুলে নিয়েছে হাতে হাতে।
এরা নিশ্চিত জেনেছে ওরা পরাজিত
কেননা ওরা শুধু শিক্ষিত, সুশিক্ষিত নয়।
শিক্ষিত ওরা পৃথিবীর তরে হুমকি
এর চেয়ে ঢের ভালো অশিক্ষিত সব।
যারা জানেনা পড়তে, জানেনা ভাঙতে
আর শিক্ষিত পড়তে ও ভাঙতে পারে
সূক্ষ্ম সূত্র আটতে পারে নিরীহকে মারতে।
বিশাল বিশ্ব যুদ্ধ হয়ে গেছে পৃথিবীতে
সেখানে কৃষক যুদ্ধ বোমা বানায়নি,
বিমান থেকে বোমা ফেলেনি।
তবে দানব কে সেজেছে
কথিত শিক্ষিত ছাড়া?
সুশিক্ষিত মানুষ কখনও
দানব হতে পারেনি নিশ্চয়ই,
তাই আমি কথিত শিক্ষিত চাইনা
পৃথিবীর অগ্রগতির জন্য সুশিক্ষিত চাই।
হায়েনার (উন্নত দেশ)শিক্ষা দিয়ে কী হবে
সেতো রক্তের নেশায় বুঁদ থাকবে।
আজ উষ্ণতায় ঝরে গেছে হাজার প্রাণ
প্রকৃতির রূপ থেমে থাকেনি
প্রতিশোধ নিচ্ছে নিতে থাকবে।
শুদ্ধ অতীতের বিশুদ্ধ কোমলপ্রাণ চাই
পৃথিবীর অগ্রগতির জন্য।
রচনাকাল ঃ ২১/০৭/২০২২ ইং