আমরা বোধহয় একেবারেই অসম্ভব ধরনের বোধগম্যহীন বেয়ারা বাঙালি হইয়া গিয়াছি,
আজকাল বিবেক বিবেচনা হারিয়ে
দুহাত বাড়িয়ে অবলীলায় অসৎপথ অবলম্বন করিয়া টালমাটাল অবস্থায় পড়িয়াছি।
সূক্ষ্ম সত্যকে স্বাগতম জানাইতে বড়ই দুঃখ লাগে।
জানিনা বিধির কৃপায় বায়ান্ন,ছেষট্টি, সত্তর ও একাত্তরে কেমন করিয়া একত্রিত হইয়াছিলাম ফলে স্বাধীনতার সূত্র জপিয়া বঙ্গবন্ধুর সঙ্গে জীবন সঁপিয়া রক্ত বিকাইয়া,সম্ভ্রম বিকাইয়া হানাদার মুক্ত হইয়া আবারও আমরা নিজেদের মধ্যে একাত্তরের যুদ্ধ লাগাইবার সচেষ্ট হইয়াছি।
পাকি হানাদার মুক্ত হইয়াছি বটে কিন্তু ছোট্ট মানসিকতা হইতে এখনও মুক্ত হইতে পারি নাই,ফলে যাহা হইবার তাহাই হইতেছে। বারবার নিজেদের মধ্যে মন্দের অবসান না আনিয়া দ্বন্দ্বের দৃঢ়পাহাড় গড়িয়াছি কালে কালে।
আমরা আমাদের গালে গালে সকালে বিকালে আমরাই চপেটাঘাত করিতেছি।আমরা এতোটাই উন্নত হইয়াছি,
যে গীবত গাইবার সময় ভুলিয়া যাই
সেটা নিজের নাকি অন্যের।
এরুপ বিবেকের স্বরূপ অন্বেষণের দরকার আছে বৈকি?
বাঙালি কীরূপে বীর বাঙালি হইলো? আমি এখনই প্রশ্ন তুলিতে পারি কোনো সন্দেহ নাই।
সততার, একতার, দৃঢ়তার,
কৃতজ্ঞতার,নির্ভীকতার পরিচয় দাতা বাঙালি,
কাঙালির ন্যায় নিজেদের মধ্যে মারামারি করিয়া,
বীরত্বের উপাধিতে অগ্নি সংযোগ করিতেছে।
রচনাকাল ঃ ২৪/০৭/২০২২ ইং