আমার মনে কী যন্ত্রণা
তুমি ছাড়া কেউ বোঝেনা।
বলছি তোমার কাছে
আর যেন না  ছুটি দয়াল
কোন ভুলের পিছে।।

মানব জীবন পেয়ে তবু
ভুল করে যাই শুধু।
বুঝলামনা রে একটুখানি
ভবের মায়া মিছে।
আর যেন না ছুটি দয়াল
কোন ভুলের পিছে।।

শিশু থেকে বৃদ্ধ হলাম
তোমায় আমি না চিনিলাম।
দিন গেল ভুলে ভুলে
একা একা কাঁদি আমি
জীবন নদীর কূলে,
সব হারিয়ে কী আর পেলাম
এই জীবেনর শেষে।
আর যেন না ছুটি দয়াল
কোন ভুলের পিছে।।

তুমি আমার মন মহাজন
তুমি বোঝ প্রকাশ,গোপন
রয়না কিছু চাঁপা।
দয়াল তুমি দয়ার সাগর
যায়না কভু মাপা।
আমি এখন ভাবি বসে বসে
কী নিয়ে যাবো দয়াল
আমার আপন দেশে।
আর যেন না ছুটি দয়াল
কোন ভুলের পিছে।।

দেখার দুটি চক্ষু দিলে
দেখতে আমি পাইনা।
হালাল খেতে বললে আমায়
হালাল কভু খাইনা।
না শুনে আজ তোমার বাণী
জীবন হলো মিছে।
আর যেন না ছুটি দয়াল
মিছে ভুলের পিছে।।


রচনাকালঃ ৭ এপ্রিল ২০২১ ইং, ঢাকা।
গানটা আমাদের"শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী "মনির খান পাঠানোর জন্য লেখা "।