ডানা কেটে উড়ার সক্ষমতা করো না নষ্ট
হে আমার পরিবার, সমাজ, রাষ্ট্র।
আমার স্বপ্ন দেখার দু-চোখে আগুন জ্বেলে না
ভালোবাসার তরে সৃষ্ট হৃদয়ে বেদনা দিও না।
মনুষ্য প্রজাতি তোমাদের অনেক অনেক ভালোবাসি
সেই পূত ভালোবাসায় মোম মাখানো দড়ি দিয়ে দিও না ফাঁসি।
উড়তে চাই স্বাধীন স্বদেশের স্বকাশে স্বকীয়তা নিয়ে
পরম্পরায় প্রবাহিত পূত প্রীতির স্নিগ্ধতা দিয়ে।
স্বর্গ,মর্ত্যের শ্রেষ্ঠ সৃষ্টি দৃষ্টি করো প্রসারিত
শোন আকাশ বাণী পাবে পুলক অমৃত।
যে হৃদয় উদয় অস্ত শুধু ভালোবেসে যায়
সে হৃদয়ে নিষিদ্ধ পাপে যেন নাহি ভরে হায়!
তোমাদের প্রতি আজ এই অনুরোধ
হিংস্র মনোভাবে কখনও নিও না প্রতিশোধ,
যে হৃদয় সারাক্ষণ খুঁজে প্রীতি আর স্নেহ
গড়ে উঠুক হেথা আজ পূত বিভুর গেহ।
রচনাকাল ঃ ১৫/০৫/২০২২ ইং