আমি গানের বুলবুলি
(রনি ই রানী)
আমি গানের বুলবুলি ভাই
মনের সুখে গান করে যাই।
গানের মাঝে প্রাণের ছটা
যতই শোনাও মন্দ কথা।
ওসবের আর ধার ধারিনা
গান গেয়ে মোর প্রাণটা জুড়াই
তাই মনের সুখে গান করে যাই।
বলতে পারো মন্দ আমায়
তাতে আর কী আসে যায়।
কায়মনে যে সুর ফোটে
সাধ্য কার সে সুর লুটে?
আমি যে গানের বুলবুলি
জানে বাগের কুসুমকলি।
তোমরা ধনী ধনের যত
মনের ধনী কজন আছো।
ভোগ বিলাসের উল্লাসে
দ্বীন দুনিয়ার সব মিছে।
গানেরগলা চেপে ধরে
তোমরা চল কুপথ ধরে।
বনের পাখি মনের সুখে
গান গেয়ে যায় হাজার দুখে।
তোমরা ওসব বুঝবেনা ভাই
গানের মাঝে কী সুখ যে পাই।
পথেরদাবী না বুঝে সব
মিছে কর কলরব।
যত ব্যয় ঐ ভোগ বিলাসে
তাতে গরীবের হক আছে।
গানের পাখির ডানা কেটে
বল কী তায় তৃষ্ণা মিটে?
আমি গানের বুলবুলি
মনের মাঝে সুর তুলি।
গানে গানে তানে তানে
আমি যে মোর দুখ ভুলি।
রচনাকালঃ ২/৫/২০২১ ইং ঢাকা।