আলোর পথের যাত্রী মোরা আঁধার করি দূর।
রনে,বনে সবখানে শোনাই মধুর সুর।
সতত সততায় ভুবন মাঝে বাঁচি
একতার সুর তুলে তালে তালে নাচি।
আলোর পথের যাত্রী মোরা সারা ভুবন জুড়ে
সবাই সমান দেব প্রমাণ কাছে কিবা দূরে।
জাতি,ধর্ম,বর্ণ বিবাদ, অসার অপবাদ
মানবতার অবনতি কিবা অপরাধ,
পণ করেছি ভুবন হতে করব এসব দূর
মুখে হাসি,বুকে বল স্বপ্ন ভরপুর।
আলোর পথের যাত্রী মোরা চালাই অভিযান
আঁধার হতে আলোর পানে করি আহবান।
রচনাকাল ঃ ০৯/০৮/২০২২ ইং