শুধু মানুষের মনই বদলায় না শরীরও বদলায়
দিনে দিনে বদলায়, কারণ প্রতি মুহূর্তে বদলায়
মানুষ শরীর বদলায়
শরীর মানুষ আটকায়
মানুষ শরীরে আটকায় ।
শরীরে প্রার্থনা শরীরে কাম
শরীরে পুণ্য শরীরে পাপ
শরীরে বসত করে প্রত্যেকটা সন্তানের বাপ
শরীরে চেতনা শরীরে ভোগ
শরীরে স্বর্গসুখ শরীরে নরকের অসুখ ।
আহা শারীরিক জীবন,শরীরী জীবন,শরীরে জীবন!
প্রাণ বিনে এই শরীর খাক করে ভক্ষণ।
খাকের শরীর খাকে মিশে, প্রয়োজনীয় নিষ্প্রয়োজন।
তবুও টিকে থাকা ধ্বংসের চলমান এই আয়োজনে- শরীর, শরীরের মতোন।