এই পারমিতা'ই পতিত সমাজের সুশীলদের মাধবীলতা!
পৃথিবীর সচল কোলাহলে খুলে রাখা বাজারের প্রেম,
খুব গোপনে যৌন হাঁটে বিক্রিত ভোগপন্য।
এই পারমিতা বাহ্যিক ঐশ্বর্য মোহে বিভোর
শরীরী কামের নির্লজ্জ এক বিপণি সম্ভার!
পারমিতা'র যা কিছু যত পবিত্র ঘোষণা, তার অনুচ্চারিত কোটরে ততই বিনীত পাপাচার!
এই পারমিতা শুধুই পাপী সম্ভোগী কামাতুর পুরুষের গন্ধ খোঁজে
অগণীত হৃদয়ের ভ্রান্ত কামনার রঙে সাজায় প্রণয়ের বাসর
চৌদিকে ঝরাজীর্ণ্ স্তুপে স্তুপে এই পারমিতার লোলুপ ছোবল
চরিত্রের ঐতিহ্য মুছে দিয়ে, ইজ্জত লুটে লুটে
শুধুই ছুটে, শুধুই ছুটে মরিচিকার শিল্পের তরে
পরীক্ষার ফল ভাল করে, অফিসের পদন্নোতিও পায় তড়িৎ গতিতে
পুতুলেরই মতো বদল হয় পুরুষের হাতে, সুবিধা নিতে।
এই পারমিতা'র ভালোবাসার রোজ নামাতা বিলুপ্ত হয় কামে!
এই পারমিতা'র কাছে সঙ্গম কিনতে পাওয়া যায়, বেশ্যার দামে।
এই পারমিতা বোঝেনা আপনার নারীত্বের বিজয়,
জীবনের মোহে পড়ে ছাড়ে যতো শরম।
এই পারমিতা'র আকাশের সুনীল স্বপ্নে ধোঁকা খেয়ে-
রমনের সুখ লুটতে গিয়ে
কাম জ্যোৎস্নার বিভৎস বিচ্ছুরণে- বিবেক বিকিয়ে
পাপের বিনিময়ে দুঃখ কিনে ঠকে যায় অনেক পুরুষ পরম!