ধ্রুপদী সময়ের কাছে বাঁধা মানবিক সম্পর্কগুলো-
কালের আতিশয্য অথবা কালাতিপাতের মাদকতায় যন্ত্রণাকাতর
শ্মশানের বুকে পড়ে থাকা আধপোড়া মাংসে লেখা- দৃষ্টিভ্রমে যাপিতকাল,
প্রবন্ধের পাতার আকারে জগৎসংসারের অসহ্য অতর্কিত রূপের কাটাকুটি
কালের কলস ভেঙে গড়ায় দিন গড়ায় রাত
আঙ্গুলের মেরদন্ডে উতরে যায় মহাকালের পথচলা
সূর্য ডুবে যায় পরিষ্কার হারাবতী নদীর ওপার
সুদূরে বিলীন হয়ে যায় সবুজ ভূমি ।