ঋতুকণ্যা হেমন্তের স্নিগ্ধ মধুর মেটে জোছনা
গল্পের তরে 'শিশিরের শব্দের মতন' ক্লান্ত অনুভূতি
মঞ্জীর নাদে তরঙ্গায়িত এক কাপ চায়ের তপ্ত ধোঁয়া -
'গণিত চিহ্নে' এঁকে যায়- পৃথিবীর ভাঁড়ারের মরচের দাগ
উত্তর মেরুর বরফের স্তূপের নিচে জমে থাকা প্রেম
ফ্যাঁকাসে মেঘের আড়ালে ঐ গোল চাঁদ, নীল রং এর শূন্যতা।
সমগ্র নিরুত্তর পাপ আর ঘৃণা- জীবনের পথে সময়ের অবিরল অভিনিবেশ
একটা মাত্র কণ্ঠের অসংখ্য শ্লোগানরত কণ্ঠস্বর
মৃত্যুর গভীরে সঞ্চারিত চিকচিকে বেদনার অভ্যর্থনা
চির স্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে ক্রন্দনরত ভীত ঘুম
প্রসন্ন শিয়রে অভিশাপে দণ্ডিত শিউলি ফুল
অবসন্ন হৃদয়ের শ্রান্ত পথ, দ্রবীভূত মুমূর্ষু পিপাসা।
(মঙ্গলবার ১লা অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ)