সুখ-দুঃখের আলাপ-সংলাপের নানান ছক কষা জগত সংসারে
মরা মাছের মতো ভেসে থাকি জলের উপর
নিরন্তর পদ্ম পাতার জলের আবেগ নিয়ে শূন্যে লিখি জটিল মনস্তত্ত্ব
স্মৃতির ঘায়ে শরীরের রোমে রোমে মগজের গারদে
শিকারী কুত্তার মতো এক সমুদ্র ঘেউ ঘেউ
বৃন্ত থেকে খসে পড়া শিরোনামহীন অজস্র কবিতার পংক্তি
বিস্ময়ের বিষণ্ণ অসীমে অচল মুদ্রা হয়ে পথে হারিয়ে যাওয়া এক গল্প
অন্ধকার-ব্যাকরণ-বৃত্তান্ত শিখে নেয়া পৃথিবীর সমস্ত অবজ্ঞা-অবহেলা।
অদ্ভুত এক সংকোচ এর ঘুণপোকা অস্তিত্বের অন্তঃপুরে
নৈ:শব্দের নীল বিষ শরীরের কোষে কোষে
রাতের গভীরে তীব্র যন্ত্রণা হাড়ের ভেতর।
ডানাভাঙা জীবনের কর্তব্যবিমূঢ় চৈতন্যের খেয়াঘাটে
আল্পনায় আঁকা চোখ থেকে টিপ টিপ ঝরে পড়ে হৃদয়ের রক্ত
মনপোড়া জলের নৈবেদ্য সাজিয়ে উৎসবের বাজী রূপে ফুটে যায় অন্ধকার।