আহত পাখির শ্রাবণ বর্ষ সমান।
তথাকথিত আধুনিকতা আর জোর পূর্বক চাপানো সভ্যতার আঘাতে,
নিদারুন আহত পাখি
ইট কাঠের গগনচুম্বী অট্টালিকার দেয়ালে দেয়ালে ঠুকরায়, জ্ঞান হারায়।
অচেতন পাখি পাল্লা দিয়ে উড়ে বেড়ায় উড়ো জাহাজের ধোঁয়ার সাথে।
ভাগ্যক্রমে ফিরলে ক্ষণিক চেতনা পাখি ভিজে চলে শ্রাবণের বাণে,
জানা উত্তর খুঁজে বেড়ায় অনেক জানা প্রশ্নে'র
পাখি উড়ে বেড়ায় পাখি উত্তর খুঁজে বেড়ায় পাখি উড়ে বেড়ায়
গন্তব্যে পৌঁছায় না, জানা উত্তরগুলোর মতই সে জানে পৌঁছবে না কখনো।
বরঞ্চ প্রশ্নগুলো প্রশ্ন না হোক, থাকুক যেমন হয়ে রয়েছে অনেক কাল ধরে
উত্তরগুলো বিশ্রী নগ্নতা, প্রয়োজন আবশ্যক তবুও কি দরকার অনাবৃত করার!
হিরোশিমা নাগাসাকির তামাটে মাটির মতই বন্ধ্যা মনন মগজ হৃদয়
সভ্যতার চাষাবাদ এখানে হবার নয়!
তার চেয়ে বরং নিষ্কর্মা ভাবনাগুলোই আপাতত ডালপালা ছড়াক,
প্রস্তুত হতে থাকুক ঈকারাসে'র মোমের পাখনা।
পাখি দেয়ালে দেয়ালে ঠুকরায়
আহত পাখি উড়ে বেড়ায় আর কেবলই খুঁজে বেড়ায়
আহত পাখি আবার জ্ঞান হারায়।