প্রিয়ার চোখেতে রাখিয়া চোখ, আজি খাবোরে গালেতে চুমু,
হোক চুরমার বৃক্ষশাখা, আসুক উত্তাল বায়ু।
মেতেছে যখন মন চুমাতে,
যতই গুড়ুম গাড়ুম দিক না ধমক, ঐ নিষ্ঠুর আকাশ খানা,
প্রিয়ার গোমটা খুলে আজি খাবোই চুমা,
মানবো নারে মানা।
দেখাক যত ভয় আমার, পাপের কালো জাল,
চুমোয় চুমোয় প্রিয়ার ঠোঁট,
করবো ডালিমের মত লাল।
ডালিমের বীজ ভাবিয়া,
ছড়াবে চুমা অধরের চারি পাশে,
ক্ষণিক সময় হবো মাতাল প্রিয়ার গরম শ্বাসে।
মদের গেলাসে মুখ রেখে যেমন মাতাল নাচা নাচি,
প্রিয়ার স্পর্শে তেমন পৌছাবো আজি স্বর্গের কাছা কাছি।
করিবো গগন তলে মধু বিনিময়,
মিলন বাসর পাতি।
জানি দেখিবে চন্দ্র তারা পেতে আলোর ফাঁদ এই না আঁধার রাতি।
হয়তো চঁন্দ্র হঠাৎ রেগে হয়ে সে রাঙা,
বলবে আঁধার সরা ঘোমটা,
ভাঙা ওদের মিলন ভাঙা।
আমি আড় চোখে দেখি রেগে চন্দ্র রক্ত লাল।
পরম সুখে আরও ভরায় চুমায়,
আমার প্রিয়ার গাল।
দৈবাৎ আকাশ হয়ে উদাস,
হিংসার জল ছেড়ে।
উড়িয়ে মেঘ ধরেছে আমায় ঘিরে।
আমি মনে মনে হাসি, হাতে স্বপ্ন মালা,
ভাসিছে তরী কল্পনার জলে।
গেলো সাধের স্বপ্ন টুটে,
ভাঙিলো ঘুম,
যতসব দুষ্টু ছেলে-মেয়ের কোলাহলে.....