তোমারে ছেড়ে আমি যত দুরেই যায়,
দুঃখ সেতো দুঃখ, মৃত্যু সেতো মৃত্যুৃই রয়।
আঁধার অসিমে,
আকাশ পানে চেয়ে তোমারই শুধু দেখিতে পাই ।
চারিদিকে অন্ধকার জানি না কেন রাতে,
সূর্যের অভিমান, কেন কার সাথে?
আলো খুজি হাতরায়,
নাই আলো নাই,
শুধু তোমারই স্মৃতির খাতা পাই খুজে পাই।
তবে কেন দুরে যাওয়া,
কেন এমন খেলা, পাওয়া না পাওয়া?
আছিতো আগের মতই,
যা ছিলাম তাই।