বর্তমান এই প্রেমের ভিড়ে,
বোবা আকাশের হুঙ্কারে,
নিজেকে ভাসিয়ে,
ভালোবাসায় সিক্ত আউলা বাতাসে ,
শরীরে বয়ে চলা মায়ার রক্তের টানে,
নিজেকে মাতাল করে,
প্রেমের স্বাদে বিরহের ভারে,
জ্বলন্ত সিগারেটে ঠোঁট লাগিয়ে,
জানিনা কোথায় হারাচ্ছি আমি,
পৌচ্ছে যাচ্ছি কোন শিবিরে।
জীবনের প্রয়োজনে বেরিয়ে বাহিরে,
নিশ্চুপ দাড়িয়ে হৃদয় হারিয়ে,
হাতরায়ে খুঁজি স্মৃতি অন্ধকারে,
যেন বিশৃঙ্খল এই সমাজ,
আমি গোলকধাঁধার ভুলের ভিতরে,
ভাঙবে ভুল জীবন ফুরালে।