আমি ফেলে আসা সেই দিনের কথা ভুলতে পারিনি।
পেরিয়ে শিশু কিশোর বয়স।
মনে পড়ছে আজ,
পেরুতে এসে যৌবনের রেশ।
মায়ের আদেশ অমান্য করি,
ভর দুপুরে উড়িয়ে ঘুড়ি।
পুকুরের ঐ ঘোলা জলে,
লাফ-ঝাঁপ আর ডুব সাঁতারে,
লাল টুকটুক চোখ রাঙিয়ে,
ঘোর সন্ধ্যায় বাড়ি ফিরে,
মায়ের কাছে খেয়ে ঝাড়ি,
খাবো না ভাত মনে মনে করতাম আড়ি।
ঝুলন্ত মেঘ বর্ষা কালে,
সজ্জিত বন কদম ফুলে।
ইচ্ছা করে মনের ভুলে,
আড়ালে ছাতা লুকিয়ে ফেলে,
দুষ্টু ঐ পাখির মতো, ভিজতাম আমি বৃষ্টির জলে।