একে একে গুনছি দিন,
বাজবে কবে মরন বীণ।
জীবন নামের আজব দশায়,
বিরক্ত আমি অভাব নেশায়।
চাঁদের সাথেও বলেছি কথা,
জানিয়েছি আমার সকল ব্যাথা।
চাঁদও অনেক ভেবে, অবশেষে বলেছে আমায়,
মৃত্যুতেই আছে মুক্তি,
মরন ছাড়া নাই উপায়।
তাইতো আজ চলছি পথ থামবো না,
মরণেরা আছে যেথায়,
আমিও যাবো সেথায়।
মরনকে না নিয়ে ফিরবো না।
সরে-অ থেকে শুরু করে,
কত কিছু নিয়ে শিখে।
এখন দিয়েছি মন মৃত্যুর দিকে।
আমাকে জানতেই হবে সে কোথায় থাকে?
মুক্তির পথ দেখাতে কেন?
সে ভয়ের চাদরে মুড়ে সকলকে ডাকে?
তাকে পেলেই যাবো শিখে মুক্তি বলে কাকে।
মুক্তি মুক্তি করে বারে বারে ডেকেছি যাকে,
মরনকে নিয়েই তবে চিনবো তাকে।
মুক্তি ও হবে অবাক দেখে আমাকে,
মৃত্যুও পারলো না দিতে রুখে?
অবশেষে জিজ্ঞাসু মুখে,
এগিয়ে এসে আমার দিকে,
বাড়িয়ে সুখের হাত দেখবে ছুয়ে,
আমিও নিরব-নিথর কবো না কথা,
থাকবো শুয়ে।
আর কত এভাবে গুনবো দিন,
মৃত্যুরা কবে যাবে নিয়ে।
আমি সেই সুখের নিদ্রায় থাকবো শুয়ে?