পাল্লা দিয়ে যৌবণের টানে,
বিবেককে দমিয়ে,
বাতাসে নিজেকে দুলিয়ে,
সুবাসে মন ভুলিয়ে,
ডাকিয়া ভ্রমর কাছে,
শরীরে শরীর মিশিয়ে,
মধু সব বিলিয়ে।
রাত-জাগা ফুল তুমি যতই থাকো জেগে,
আসবে না ভ্রমর পাশে যাবে সব ভেগে।
কি ছিলো তোমার কিবা আছে আর,
ভেবেছো কি কভু?
হারালে মুল্য বৃথা কে নিবে ভার?
না আসিলে ভ্রমর পাশে,
বাঁচিবে আর কোন আশে?
এর চেয়ে সেই ভালো মিশিলে ঘাসে।