ঘুম আসিছে বুঝি তোমার চোখে,
ভয় নেই এগিয় যাও ধীরে স্বপ্নের দিকে ।
ক্লান্তিকে বসে নাও,
পৃথিবীর আবর্জনা থেকে ক্ষণিকের তরে মুক্তি পাও ।
ভুলে যাও পৃথিবীর পরে কে তোমার আপন লোক,
ভুলে যাও ঘুমের ভানে দুঃখ শোক ।
অনুভব করো স্বপ্নের ধরা,
সেখানে তুমিই শুধু তুমিই সেরা ।
খুঁজে দেখো পাবে না কারো,
নেই কেউ তোমার সমতুল্য,
এবার অনুভব করো মৃত্যুর পরের জীবনের মুল্য।
অনুভব করো এই দিবা, এই রাত্রি,
হঠাৎ করেই অচেতন, ঘুম পথের যাত্রি।
এ যেন শিকারীর হাতে বন্দি,
ক্ষণিকের তরে মরনকে স্মরণ ।
ভাবো, বুদ্ধি বিবেক লাগাও কাজে,
নতুন সাঁজে মরন বানে,
যেতে হবে নতুন ঘরে ঘুমের ভানে।
ভাবতে থাকো প্রশ্ন করো মনে,
পাবে খুঁজে নিশ্চয় ঘুমের মানে ।
বোঝেনা কেউ বুঝতে চাই না মনে,
সবকিছু ভুলিয়ে দিয়ে আসে হৃদয় হীন ঘুম,
শুধুই যে মৃত্যুরই স্মরণে ।