চলতি পথে হঠাৎ করে, একি আমি দেখলাম ওরে,
ডাগর ডাগর চোখ যে তার, সত্যিই এক সোনার মেয়ে ।
এমন রুপ দিছে বিধি,
দেখতে কতই ভালো লাগে,
ভাগ্যে কেনো হয়নি দেখা আরও কিছু দিন আগে ।
লজ্জা লজ্জা ভালোলাগা, নাকি গেছি প্রেমে পড়ে?
হৃদয় মঝে উঠছে ঝড় হাত দু-খানি ফেলবো নাকি ধরে?
একোন ভাবনা আসছে মাথায়, করছে স্বপ্ন তাড়া,
রুপের মোহে এমনি করে হবো কি ঘুম হারা?
নাকি একটু করবো সাহস,
বলবো তোর রুপের বাহার, করেছে উদাস আমার,
রঙিন শাড়ির ঘোমটা টানা কাঁকে কলসির ভার,
লজ্জা লজ্জা মিষ্টি হাসি, রুমঝুম-ঝুম নুপুরের ঝঙ্কার ।
মনে আমার প্রেম জেগেছে, লেগেছে ভালো তোরে,
প্রেমের পাল উড়িয়ে দিয়ে নে রে আপন করে ।