নতুন বউ নতুন বর,
বাঁধিবে নতুন এক ঘর ।
চেনা-জানা নাইতো তাদের নির্ভর শুধু বিশ্বাসের পর ।
পৃথিবীতে এসে পথিক বেশে,
হঠাৎ করেই কাছে এসে,
মিলায়ে কাঁধ কাঁধে, কত সহজে ভালোবেসে ,
চলবে পথ সুখের হাসি হেসে হেসে ।
আমি শুধু ভাবি ভাই , এমন কেমনে হয়?
এতো অল্প সময় মনেতে মন কেমনে পাই ঠাঁই ।
পথে ঘাটে উঠানেতে কত প্রেমের গড়াগড়ি,
কাব্যিকের কাব্যিকতার ছড়াছড়ি।
এরই মাঝে কেমনে পেরুই পথ নতুন সংসার গড়ি ?
কেমনে সহসা পাই তারা এমন ভরসা?
গেয়ে সুখের গান নেই অবসান?
এটা কি সিঁদুরের অবদান?
নাকি যাদু-মন্ত্র, নাকি বিধির বিধান?
সবাই ঘুমাই আমি শুধু ভাবি বসে রাত জাগি,
আসলে এরা কি ? স্বার্থপর নাকি ত্যাগি?
আমি পাই না খুঁজে কোন মানে।
ধীরে ধীরে রাত বাড়ে,
আমারও দু-চোখ বুজে ঘুমের ভারে।