আমি নায়ক নই,
আমি বাস্তবতার দর্শক।
আমি শুধু চেয়ে চেয়ে দেখতে পারি,
কেমন করে বাস্তবতা বুক ফুলিয়ে শাসন করে।
কেমন করে অন্যায়কে আগলে রেখে,
সমাজের দোহায় দিয়ে দুর্বলের পেটে লাথি মারে।
অসহায়ের মতো দেখতে পারি,
বাস্তবতা কেমন করে নিষ্ঠুর হয়ে,
সুখগুলোকে হরণ করে।
আমি শুধু দেখতে পারি,
বাস্তবতা কেমন করে,
চাঁদের মতো হাস্য গালে,
কাঁন্না ধরায় থাপ্পর মেরে।
বাস্তবতা বড়ই কঠিন,
থামাবো তারে কেমন করে?
তাইতো আজি,
মনকে সান্ত্বনা দিয়ে, হৃদয়কে মানিয়ে,
গভীর রাতে নিঙড়ে নয়ন অশ্রু ফেলে,
কষ্টগুলোকে বুকের মাঝে রেখে।
ইচ্ছে করছে সিনেমার মতো,
ভীলেনের ঘুষি খেয়ে মুখ থুবড়ে পড়ে,
নায়কের মতো প্রিয়ার চোখে চোখ রেখে,
বাঘের মতো গর্জে উঠে,
বাস্তবতার মুখ থেতলে দিতে।
কিন্তু আমি পারছি না,
আমি যে পারবো না,
বাস্তবতার মতো আমি যে কঠিন না ।
আমি ঘুষি খেয়ে মুখ থুবড়ে পড়লে আর উঠতে পারবো না ।
আমার কোন মায়বী চোখের প্রিয়াও নাই,
যার চোখে চোখ রেখে শক্তি যোগাবো।
আমি পারবো না কারন,
আমি বাস্তবতার নাট্যমঞ্চের পাশে বসে থাকা,
একজন নির্বাক দর্শক,
আমি নায়ক নই ।