আমারে তুই খুঁজিস কেন সই?
আমি যে তোর মনের মানুষ নই,
আমার মন হারিয়ে শুন্য বুক,
তোর বুকেতে অথৈই সুখ ।
তবু কেন কষ্টের চুলাই,
মত্ত থেকে সুখের খেলাই
হৃদয় খোলাই চাস ভাঁজিতে,
দুঃখ ধানের খই?
আমি যে তোর মনের মানুষ নই ।
যা ভুলে যা, থাক সুখে থাক,
স্মৃতি যতই দিক পিছু ডাক ।
ফিরিস না যেন, খুঁজিস না আর,
আমি আছি কই,
আমি যে তোর মনের মানুষ নই।
আমি দুর-দুরান্তে ঘুরি পথে,
তোরে পাওয়ার বাসনা নিয়ে সাথে ।
জানি না আমি হাই,
পাবো তোরে গেলে কোথায় ।
জানি ভুল করছি সদাই,
আমি তোর পাবার যোগ্য নই।
আমারে তুই খুঁজিস কেন সই?
আমি যে তোর মনের মানুষ নই ।
****ছায়া-প্রিয়া****