এসেছে আজ সেই মহান একুশে ফেব্রুয়ারি,
তোমরা কি কেউ জানো? সম্পর্কে তারি।
না জানিলে কেহ করো না সংশয়,
চঞ্চল বায়ুর কাছে প্রশ্ন করে, জেনে নাও পরিচয়।
বিচিত্র সুরে আজ সকলের দৃশ্যহীন কেন তনু?
মেতে আছো কেন সকলে আজ নিয়ে রংধনু?
আজ সবাই শোন দিয়ে মন,
আজকের দিনে ভাষার জন্যে করেছি আন্দোলন।
আমাদের ভাঙ্গিবে আশা, থাকিবে না বাংলা ভাষা
এমনই ছিল আমাদের শত্রুগনের পন।
তাইতো করেছে আমারই ভায়ের বুকে গুলি বর্ষন।
খালি হয়েছিলো সেদিন আমারই মায়ের কোল,
আমারই ভায়ের রক্তের চিহ্ন সবুজ অরণ্যের মাঝের গোল,
থামেনি তবু এনেছি ফিরিয়ে বাংলা মায়ের বোল।
বিশ্বাস না হয় প্রশ্ন কর সূর্যালোকের কাছে,
স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ মিশে আছে সূর্যের আলোকে।
চেয়ে দেখ মৃত্তিকার দিকে,
বাংলা ভাষার বর্ণ লেখা রক্তের দাগে।
বাঙালীর ধৈর্য আর প্রাণের উদার রূপ,
শত্রুর জন্য মরন কূপ।
অন্ধবিশ্বাস নয় প্রমান আছে ভরি ভরি,
এমনই একটা প্রমান হল মহান একুশে ফেব্রুয়ারি।
ভাষা আন্দোলনের একমাত্র স্মৃতির ডায়রি।