রাজনীতি এখন বিভীষিকা ভরা,শুধু অপরাধময়।
সত্য কথা বলিবো কি-যে, সেতো আত্ম-সম্মানের ক্ষয়।
ভদ্রতার মুখোশ পরে অন্যায়ের কারবার,
সমাজের সামনে গড়েছে পাপের পাহাড়,
সাধারন মানুষের কাঁধে তার ভার।
মিথ্যাকে সত্য বানাতে, বহে কতনা মিথ্যার ঝড়,
শেষ-মেশ হয় আইনও সাধুর পর,
বলিলে কিছু যেতে হয় জেলের ভিতর।
রাজনীতি এখন শিখাইতেছে,
সাধুতা ঝেড়ে পেটের তরে,
খেতে হবে কেমন করে অসহায়দের মেরে।
চোখে আমার অশ্রু ঝরে, ছাড়ি দীর্ঘ শ্বাস,
এ কেমন সমাজ মোদের, রাজনীতির এ কোন পরিহাস।
এতো বাঁচার নামে ধুকে ধুকে মরা,
উন্নয়নের নামে জীর্ণ-জ্বরা ।
এতো অন্যায়ের দুত, মহামারী পাপ, ভয়াবহ পরিস্থিতি।
তবুও তো ভদ্র মানুষ আমরা,
ভদ্র সমাজ, উন্নত রাজনীতি।