আশা করে ছেড়ে মাঠ,
শিখেছি বিদ্যা পাঠ।
তবু কেন জীবন অনাহারে?
কেন অভাব মোর দ্বারে?
আসে দিন ফুরায় সময়,
কবে চিন্তাহীন খাবো ভাত,
করবো টাকা কামায়?
চিরকাল ছেড়া জুতা, ময়লা শার্ট,
এই কি তবে আমার ললাট?
ওরে ও ভাগ্য বিধাতা, ও নিয়তি,
কবে ললাটে মোর জ্বলবে বাতি?
জীবন উদ্যানে থাকিতে যৌবণ কি হবে না গতি?
নির্ঘুম কাটে সময় চোখেতে ক্লান্তি,
নিশির স্বপন গেছে ফুরায়,
কি সুখে আর ঘুমাবো রাতি?
এখন কেবল জাগি আর কাঁদি,
তাড়াতে অভাব ফন্দি বাঁধি।
মরীচিকা সব যাবো কোন দেশে?
অভাবের ছলে কি ইজ্জৎও যাবে শেষে?
আশা করে ছেড়ে মাঠ,
শিখেছি বিদ্যা পাঠ।
ছুঁবো না রাখালের লাঠি,
যাবো না কৃষি কাজে।
হাতে নিলাম বই, মজিলাম পাঠে,
ধিক্কার কাদা মাটি অহংকারী তেজে,
অবশেষে কি হায়!
দিতে হবে হাত, সেই গরুর লেজে?
পুড়ছে ভবিষ্যৎ, পড়েছি ফাঁদে,
অসহাই মন ভাবে আর কাঁদে।
হায়রে বিধি, কি আর বাকি রাখলি?
ফুরায়ে সাধের সাধ্য,
জানি না কিসে করলি বাধ্য।
কি কাহিনী রচিবি আবার,
জুটাতে দু-মুঠো খাদ্য।