আমাদের পৃথিবীটা শেষ
           জলছে বুকে হতাশা ক্লেশ ৷
হৃদয় থেকে হারাচ্ছে প্রেম
জানোয়ার হচ্ছে মন ফ্রেম ৷

কোথায় গেলে মিলবে আশা
            কেউ দেবেনা ধোঁকা ধোয়াশা ৷
ভরে উঠবে সুখের তৃষা
চোখ দেখবে সরল দিশা ৷

স্বপ্ন যতো পথ খুঁজে পাবে
           রক্তের খেলা আবদ্ধ হবে ৷
দুপায়ে লৌহ দণ্ড পড়াবে
সুখের সরাব মুখে যাবে ৷

সেই দিনটি কবে আসবে
          অপেক্ষা আর কত থাকবে ৷
মৃত দেহ করে সৎকার, দেখবো ধরা চমৎকার ৷৷