কষ্ট যখন দিতে হয়, এভাবে দিতে হয়,
নিজের শরীরকে নিজের ছবি তুলে
নিজের পকেটে ঢোকানোর আগে
নিজেই হয়ে যায় স্মৃতির ইতিহাসে সেলফি |
এ কেমন বোকামী রাফী |
এ কেমন বোকামী ইমরান |
তোমাদের চোখের কোনায়
কখনও দেখোনি
পরিবারের কোন সেলফি ?
শুধু বারেবার তোমরা কাঁদিয়ে যাও
তোমাদের আগে কাঁদিয়ে ছিল যারা
মা-বাবার স্বপ্নের উপাসনার ঘর ভেঙ্গে সেলফি |
এ নেশা আর কত ঝরাবে
অস্তিত্ত্ব বিন্দুর একটি প্রতিমা
আর বায়ুতলে চিৎকার করে
বন্ধ হয়ে যাবে শিশু মনের বুদ্ধি তালিকা |
আর নয় প্রকৃতির সাথে প্রেম,
আর নয় জগতের সাথে প্রেম,
মানুষের জগত নির্মাণে চলে যাও
মনোজগত রোগের কোন পন্ডিতের কাছে |
মুছে যাক জাগতিক শব্দের সেলফি |